1. selim16316@gmail.com : AmaderDohar :
  2. humayundu2@gmail.com : Humayun kabir : Humayun kabir
১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশে আসার বিষয়ে যা জানালেন শাবনূর

প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট: শনিবার, মে ৩, ২০২৫
  • 81 ভিউ সংখ্যা

সবশেষ গত মার্চের শেষ সপ্তাহে মাত্র ৮ ঘণ্টার জন্য দেশে এসেছিলেন একসময়ের ঢাকাই জনপ্রিয় নায়িকা শাবনূর। তার অসুস্থ মাকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে যেতেই এসেছিলেন নন্দিত এই চিত্রনায়িকা।বর্তমানে তার মা অনেকটাই সুস্থ বলে জানান এ অভিনেত্রী।

গত ২৮ মার্চ শাবনূরের মা শ্বাসকষ্টে কাবু হয়ে পড়েন। শাবনূর তখনই সিদ্ধান্ত নেন, দ্রুত বাংলাদেশে আসতে হবে।

শাবনূর বলেন, আম্মার এমন অবস্থা হয়েছিল, কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। সেদিন তার শারীরিক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না, কারণ তিনি কথা বলতেও পারছিলেন না। তখনই আমি টিকিট খুঁজতে শুরু করি এবং খুব কষ্টে টিকিট পেয়ে ঢাকায় চলে আসি। আমার সঙ্গে কোনো লাগেজ ছিল না, আমি শুধু পাসপোর্ট, টিকিট এবং একটা ব্যাগপ্যাক নিয়ে উড়াল দিয়েছি।

শাবনূর আরও বলেন, মাকে নিয়ে আবার দেশে ফিরব। তবে আমি চাই মা আরেকটু সুস্থ হয়ে উঠুক। দেশে ফিরে আমার অসমাপ্ত সিনেমার কাজসহ আরও কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করব।

ফিরতে একটু দেরি হতে পারে জানিয়ে শাবনূর বলেন, আমার একমাত্র ছেলে আইজানের স্কুল এখন খোলা। আগামী জুন মাসে স্কুল বন্ধ হলে এরপর দেশে আসার দিনক্ষণ ঠিক করব।

বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনিয়মিত শাবনূর। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’। প্রায় অর্ধযুগ পর গেল বছর আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামের দুটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন শাবনূর।

‘রঙ্গনা’র প্রথম লটের শুটিংও হয়েছিল সে সময়। এক বছরের বেশি সময় পার হলেও সিনেমা দুটির কাজের বিষয়ে নতুন কোনও আপডেট নেই।

শেয়ার করুন

আরোও সংবাদ

Comments are closed.