1. selim16316@gmail.com : AmaderDohar :
  2. humayundu2@gmail.com : Humayun kabir : Humayun kabir
১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোটার তালিকা থেকে রোহিঙ্গা বাদ দিতে কর্মপন্থা নির্ধারণ করবে ইসি

প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট: সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
  • 12 ভিউ সংখ্যা

কক্সবাজারের সব ইউনিয়নে কত রোহিঙ্গা আছে, তা বের করে ভোটার তালিকা থেকে বাদ দিতে কর্মপন্থা নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ এপ্রিল এ নিয়ে একটি বৈঠক করবে ইসি।

সোমবার (২৮ এপ্রিল) ইসির উপ-সচিব (সংস্থাপন) শাহ আলম স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, বর্তমান ইসি চতুর্থ ‘কমিশন সভা’ আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠেয় ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সভার আলোচ্যসূচিতে বলা হয়েছে, রিট পিটিশন নং ৪৬১৫/২০২৪ এর আদেশ অনুযায়ী কক্সবাজার জেলার সব ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাইয়ে উক্ত তালিকাসমূহে কোনো রোহিঙ্গা শরণার্থী অন্তুর্ভুক্ত থাকলে তা ভোটার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে কর্মপন্থা নির্ধারণ।

সম্প্রতি সিইসি নিজেও গণমাধ্যমকে বলেছেন, কক্সবাজারে ভোটার হালনাগাদ পরিদর্শন করতে গিয়ে জেনেছেন, অনেকেই অসৎ উদ্দেশ্যে ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। আবার অনেকে দেশের নাগরিক হয়েও রোহিঙ্গা হিসেবে পরিচয় দিচ্ছে রিলিফ পাওয়ার আশায়।

ইসি কর্মকর্তারা বলছেন, কেবল কক্সবাজার নয়, বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি উপজেলাকে ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষণা করে পৃথক নীতিমালার আলোকে ভোটার কার্যক্রম পরিচালনা করে ইসি। তারপরও অনেকে এই তালিকায় ঢুকে যান। এর আগেও সময় সময় স্বউদ্যোগেও রোহিঙ্গা ধরতে কার্যক্রম হাতে নিয়ে সংস্থাটি।

শেয়ার করুন

আরোও সংবাদ

Comments are closed.