আগামী নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালটে চারটি দলের প্রতীক থাকছে না। এগুলো হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা, নিবন্ধন বাতিল থাকায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের চাবি, ফ্রিডম পার্টির কুড়াল ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপির প্রতীক বাঘ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইসির সংগ্রহে বর্তমানে মোট ১১৯টি প্রতীক রয়েছে। এই চারটি প্রতীক বাদ দিয়ে বাকি ১১৫টি প্রতীক ও না প্রতীক থাকবে পোস্টাল ব্যালটে।
রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির দশম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন- চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল পূর্ব আনুষ্ঠানিক কাজের অংশ হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং সিইসির বক্তব্য রেকর্ড করতে বাংলাদেশ বেতার ও বিটিভিকে আগামীকাল (আজ সোমবার) পত্র পাঠানো হবে।