1. selim16316@gmail.com : AmaderDohar :
  2. humayundu2@gmail.com : Humayun kabir : Humayun kabir
১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা, সিনেমা প্রতি কত চাইছেন নায়িকা?

প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট: শনিবার, মে ৩, ২০২৫
  • 80 ভিউ সংখ্যা

বর্তমানে বলিউডের চলতি সময়ের অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রদ্ধা কাপুর। খলনায়ক শক্তি কাপুর কন্যা নানা কারণেই আলোচনায় থাকেন।

সামাজিকমাধ্যমে কখনও তিনি অনুসরণকারীর সংখ্যায় টেক্কা দেন ভারতের প্রধানমন্ত্রীকে, কখনও আবার সমালোচনা শুরু হয় তার অভিনয় প্রতিভা নিয়েই। কিন্তু তাতে বিশেষ কিছু মনে হয় না অভিনেত্রীর।
গত বছর তার অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমাটি ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে এই প্রথম নয়, রাজকুমার রাওয়ের সঙ্গে এর আগে ‘স্ত্রী’ সিনেমাটিও ছিল জনপ্রিয়। দ্বিতীয় সিনেমার সাফল্যের পর নাকি শ্রদ্ধা নিজের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করে ফেলেছেন।

শোনা যাচ্ছে, আগামী দিনে তাকে দেখা যাবে একতা কাপুরের একটি থ্রিলারে। সিনেমাটি পরিচালনা করবেন রাহি অনিল বার্ভে। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই শুটিং শুরু হওয়ার কথা।

শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য ১৭ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশও তার প্রাপ্য হবে, এমনই নাকি লেখা রয়েছে চুক্তিপত্রে। এবারই প্রথম এত বেশি পারিশ্রমিক দাবি করেছেন শ্রদ্ধা।

এর আগে রাজকুমার রাওয়ের পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়েছিল। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর নাকি অভিনেতাও বাড়িয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিক। শোনা গিয়েছিল, তিনি ৫ কোটি টাকা বেশি দাবি করছেন।

শেয়ার করুন

আরোও সংবাদ

Comments are closed.