নিজস্ব প্রতিবেদক, দোহার, ( ঢাকা|)
“স্কাউটিংএ হোক সুন্দর আগামীর পথে যাত্রা”—এই প্রত্যয় নিয়ে ঢাকার দোহারের মিনি কক্সবাজার খ্যাত মৈনুট ঘাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘দোহার মুক্ত স্কাউট গ্রুপ’-এর ৩য় বার্ষিক ডে ক্যাম্প-২০২৬।মংগলবার (১৩.০১.২০২৬) দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্প স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নানা শিক্ষামূলক কার্যক্রমে মুখরিত ছিল।
ক্যাম্পে প্রধান অতিথি ও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ স্কাউট আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, স্কাউটিং একজন শিক্ষার্থীকে কেবল পড়াশোনায় নয়, বরং শৃঙ্খলাবদ্ধ, আত্মনির্ভরশীল ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারার জীবনযাত্রায় উদ্বুদ্ধ করতে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি রাকিব হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “স্কাউটিংয়ের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে নেতৃত্ব, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উজ্জীবিত করা। আমাদের এই ইউনিট সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও স্কাউটদের দক্ষতা ও মেধা বিকাশে এ ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখব।” আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনআর্টিস্টিস এর এডমিন ও জয়পাড়া কলেজ রোভার স্কাউটস গ্রুপের রোভার রিফাত রায়হান।তিনি অংশগ্রহণকারী স্কাউটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং হাতে-কলমে বিভিন্ন স্কাউটিং কৌশল প্রশিক্ষণ প্রদান করেন।
ক্যাম্পের সার্বিক কার্যক্রমের তদারকি করেন গ্রুপের ইউনিট লিডার মিরাজ হোসেন।
ক্যাম্পের মূল কার্যক্রমগুলোর মধ্যে ছিল:
স্কাউটিং এর মূল বিষয়ের উপর প্রশিক্ষন।
হাইকিং ( অজানার উদ্দেশ্যে যাত্র)
দলগত খেলাধুলা ও নেতৃত্ব উন্নয়নমূলক গেম।
সামাজিক সচেতনতা ও নৈতিকতা বিষয়ক আলোচনা।
ও মাহা তাবু জলসা।
ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউটরা জানায়, পাঠ্যবইয়ের বাইরে এমন ব্যবহারিক শিক্ষা ও দলগত কাজের মাধ্যমে তারা নেতৃত্বদানের অনেক নতুন কৌশল শিখতে পেরেছে। অনুষ্ঠান শেষে আয়োজকবৃন্দ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্যাম্প আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply