1. selim16316@gmail.com : AmaderDohar :
  2. humayundu2@gmail.com : Humayun kabir : Humayun kabir
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রজব, ১৪৪৭ হিজরি

দোহার নবাবগঞ্জ আর্টিস্টস গ্রুপের উদ্যোগে দেয়াল চিত্রে হাদী

প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
  • 143 ভিউ সংখ্যা

দোহার নবাবগঞ্জ আর্টিস্টস গ্রুপের উদ্যোগে দেয়াল চিত্রে হাদী

দেয়াল চিত্রে শহীদ ওসমান হাদী

দেয়াল চিত্রে শহীদ ওসমান হাদী

দোহার (ঢাকা) প্রতিনিধি।

দোহার নবাবগঞ্জ আর্টিস্টস গ্রুপের উদ্যোগে আজ (২৩ ডিসেম্বর) জয়পাড়া কলেজ গেটের বিপরীত পাশে, দোহার উপজেলা গেটসংলগ্ন একটি দেয়ালে শহিদ উসমান বিন হাদির প্রতিকৃতি অঙ্কন করা হয়। চিত্রটিতে তারা হাদীর অমর বাণী “আমি শত্রুর সাথে ইনসাফ চাই” ফুটিয়ে তোলেন।

গ্রুপটির এডমিন রিফাত রায়হান ও চিত্রশিল্পী শাকিল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, দোহার নবাবগঞ্জ আর্টিস্টস গ্রুপের সদস্যরা জুলাই–আগস্ট বিপ্লব-পরবর্তী সময়ে রং ও তুলির মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ ও সংরক্ষণের লক্ষ্যে দোহার উপজেলার বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও দেয়ালচিত্র অঙ্কন করে আসছেন।

তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ের অন্যতম তরুণ বিপ্লবী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ উসমান বিন হাদি—যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হত্যার শিকার হন—তার স্মরণে এই দেয়াল চিত্রাঙ্কনের ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।

তারা আরও বলেন, “আমরা হয়তো হাদি হতে পারবো না, কিন্তু হাদি ভাইয়ের দেখানো পথ অনুসরণ করে চলতে পারবো—ইনশাআল্লাহ।”

এছাড়াও গ্রুপটি বিভিন্ন সময়ে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে গান, কবিতা আয়োজনের পাশাপাশি প্রতিবাদের আলো ছড়িয়ে দিতে দেয়াল চিত্রাঙ্কনের মতো নানা কার্যক্রম পরিচালনা করে থাকে।

আজকের এই চিত্রাঙ্কন সেই প্রতিবাদী ধারারই একটি অংশ বলে তারা মনে করেন।

এ দেয়াল চিত্র কার্যক্রমে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সেতু, মোঃ শাহিন, আসাদুজ্জামান খান আসাদ, রিফাত, লিমন, রয়েস, ইসমাইল, শিহাবসহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

আরোও সংবাদ

Comments are closed.