সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শ্যামলী শীল এবং একই বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ সরকার মালয়েশিয়ার মালায়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
সহযোগী অধ্যাপক শ্যামলী শীল ‘Empowerment of Garment Workers Bargaining with Public Patriarchy in Bangladesh’ শীর্ষক গবেষণা শিরোনামে এবং সহকারী অধ্যাপক শাহনাজ সরকার ‘Bangladeshi Migrant Women and the Significance of Social Capital in their Everyday Lives’ শীর্ষক গবেষণা শিরোনামে পিএইচডি সম্পন্ন করেন। একইসাথে সহকারী অধ্যাপক শাহনাজ সরকার পিএইচডি জিওটি অ্যাওয়ার্ডে ভূষিত হন।
এই প্রেক্ষিতে রোববার (৭ ডিসেম্বর) ড. শ্যামলী শীল ও ড. শাহনাজ সরকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
শ্যামলী শীলের ফেসবুক পেজ থেকে এ তথ জানা গেছে।